KGF Chapter 2



ভারতীয় অভিনয়র সিনেমায় নতুন ঝড় আসছে, সেই ঝড়ের নাম কেজিএফ চ্যাপটার টু। আগামী 14 এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমাতে উপলক্ষে 7 এপ্রিল থেকে শুরু হয়েছে, অগ্রিম টিকেট বিক্রি অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমাটি দক্ষিণ ভারতের সিনেমা। কেজিএফ চ্যাপটার টু যে অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে তার ইঙ্গিত মিলেছে এরই মধ্যে, গত কয়েক দিনে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে দর্শক মাত্র 12 ঘন্টায় হিন্দিতে 1 লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটি মুক্তির দিনের জন্য 48 ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে সাত কোটি রুপির বেশি মুক্তির আগের দিন নাগাদ অগ্রিম 15 কোটি রুপির বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের ধারণা মুক্তি তিন কেজিএফকেজিএফ চ্যাপটার 2. 30 কোটি রুপি উপার্জন নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যে আর এই ধরনের শক্তি হলে মহামারী সময় হিন্দি ভার্সন বক্সঅফিসে প্রথম 300 কোটির সিনেমা হতে যাচ্ছে একটি বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক গত 27 মার্চ প্রকাশ্যে আসে কেজিএফ চ্যাপটার টু ট্রেইলার ট্রেইলারস্পষ্ট রেকর্ড ভাঙ্গার ইঙ্গিত 2 মিনিট সেকেন্ডের পুরোটা জুড়ে একশন হিন্দিবছরেরওহিন্দিবছরেরও তেলেগু তামিল মালায়ালম মিলে মোট পাঁচটি ভাষায় প্রকাশ করার প্রকাশের পর মাত্র 24 ঘন্টা নিউজ ছাড়া 110 মিলিয়ন একদিনে এত ভিউ ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনই দেখা যায়নি এর আগে, 2018 সালে মুক্তি পেয়েছে প্রথম কিস্তি কেজিএফ চ্যাপটার ওয়ান শেষমেশ সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পেয়েছে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিনbগুনছেন সিনেমাপ্রেমীরা আগামী 14 এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কেজিএফ চ্যাপটার টু ভূতকে মাইকে কেজিএফ এর কাহিনী মূলত 1970 থেকে 1980 দশকের প্রেক্ষাপটে একজন বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনী কে ঘিরে আবর্তিত চিত্রনাট্যের যেখানে মূল ভূমিকায় দেখা যাবে দক্ষিণ সুপার স্টার ইয়াশ কে আরো রয়েছেন সৃণিধি শেটি সঞ্জয় দত্ত রাবিনা ট্যান্ডনের মতো অভিনয় শিল্পীরা এটি বর্তমানে ভারতের সবচেয়ে আকাঙ্খিত স্থানে অবস্থান ধরে রেখেছে অনেকের মতে মুক্তি পেলেন সিনেমাটি চলমান সুপারহিট আর আর আর কেউ পেছনে ফেলে দিতে পারে।


Post a Comment

0 Comments

Close Menu