‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’-এ ভূষিত
বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক যুক্তরাজ্যের নববর্ষের সম্মানী তালিকায় ‘অর্ডার অব দ ব্রিটিশ এম্পায়ার’-এ ভূষিত হন। ১ জানুয়ারি ২০২১ ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে ও তথ্য জানায়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে স্বীকৃতি হিসেবে নতুন বছরে যুক্তরাজ্যের রাজকীয় সম্মাননা পান তিনি। একমাত্র বাংলাদেশি বিজ্ঞান হিসেবে তিনি এ অসামান্য গৌরব অর্জন করেন।
বঙ্গবন্ধ- এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড
৮ জানুয়ারি ১৯৭২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুক্তরাজ্য সফরের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ চালু করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও গভীর ও সুদৃঢ় করার ক্ষেত্রে যারা অসাধারণ অবদান রাখবেন তাদের এই পুরস্কার দেওয়া হবে। ১০ জানুয়ারি ২০২২ ব্রিটেনে ‘বঙ্গবন্ধু : দ্য হিস্টোরিক ৮ জানুয়ারি’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে এ পুরস্কারের কথা জানানো হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার
১০ জানুয়ারি ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি একটি পোস্টার প্রকাশ করে। টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি' শিরোনামে মুদ্রিত পোস্টারটি সারাদেশে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
৬ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ ও বিমান বাহিনী সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১৯৮৭ সালে বাংলাদেশ সামরিক জাদুঘর মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে ১৯৯২ সালে ঢাকার বিজয় স্মরণী রোডের পাশে স্থানান্তরিত হয়। বর্তমানে এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমিতে নির্মিত হয়। যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিমান
১০ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের বিজয়ের ২৪ দিন পর বেলা ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু যে এয়ারক্রাফটে দেশে ফিরেন অবশেষে সেটি শনাক্ত করা হয়েছে। বর্তমানে বিমানটি জার্মানির হার্মেস্কেইলের একটি প্রাইভেট এভিয়েশন মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটি ছিল Comet 4C মডেলের এয়ারক্রাফট। বিমানটি ১৯৬৩ সালে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের জন্য বানানো হয়। ১৯৭৫ সাল থেকে এটি যুক্তরাজ্যের ড্যান-এয়ার লন্ডন নামে একটি এয়ারলাইন্স প্রতিষ্ঠানের হয়ে পাঁচ বছর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।
COVID-19 করোনার নতুন ধরন
ফ্লুরোনা: মানবদেহে যদি সমান্তরালভাবে সাধারণ ফু (Flu) ও করোনা (Corona) দুই ভাইরাসের উপসর্গ থাকে তাহলে তাকে বলা হয় ফ্লুরোনা (Flurona) ফু আর করোনা মিলে ফ্লুরোনা। এটি এমন এক অবস্থা যেখানে একজন ব্যক্তি দ্বৈত ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। একটি ইনফ্লুয়েঞ্জা এবং অন্যটি COVID-19। তবে এটি করোনাডাইরাসের নতুন রূপ নয়। ডিসেম্বর ২০২১ ইসরায়েলে প্রথম ফ্লুরোনা ধরা পড়ে।
ডেল্টাক্রন: বিশ্বে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনার ওমিক্রন ধরন। গ্রিক বর্ণমালার পঞ্চদশ বর্ণ দিয়ে ধরনটির নামকরণ করা হয়। ওমিক্রনের দাপটের মধ্যে সম্প্রতি সাইপ্রাসে করোনার একটি মিশ্র ধরন শনাক্ত হয়েছে। করোনার অতি সংক্রামকা ডেলটা ও ওমিক্রনের সংমিশ্রণের নতুন এ ধরনটির নাম স্থানীয় গবেষকেরা দেন 'ডেল্টারুন'। অর্থাৎ ওমিক্রন ও ডেল্টার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এর মধ্যে।
নতুন টিকা আবিষ্কার
কয়েক দশকের পুরোনো প্রচলিত পদ্ধতি ব্যবহার করে নতুন একটি কোভিড- ১৯ টিকা তৈরির ঘোষণা দেয় মার্কিন বিজ্ঞানীরা। নতুন টিকাটির নাম Corbevax যুক্তরাষ্ট্রের বেইলর কলেজ অব মেডিসিনের টেক্সাস চিলড্রেনস হাসপাতালের সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের চিকিৎসা বিজ্ঞানী পিটার হোটেজ ও মারিয়া বোটাজ্জির নেতৃত্বে একটি গবেষক দল নতুন টিকাটি আবিষ্কার করেন। ২০১১ সাল থেকে তারা সার্স ও মার্সের জন্য টিকার প্রোটোটাইপ তৈরি করছে। এটিকে তারা নতুন কোভিড টিকা তৈরি করার জন্য পুনর্গঠন করেন। একই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে আরও ৬০টি বিভিন্ন রোগের টিকা উদ্ভাবন করা হয়।
করোনা প্রতিরোধী বড়ি অনুমোদন
২৩ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) বহুজাতিক প্রতিষ্ঠান মার্কেল করোনা প্রতিরোধী বড়ি ব্যবহারের অনুমোদন দেয়। করোনা সংক্রমণের পর উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসায় শুধু এ ওষুধ ব্যবহার করা যাবে। মার্কের মুখে খাওয়ার করোনা বড়ি Molnupiravir যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে MSD নামে পরিচিত। সাধারণত করোনার উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এ ওষুধ গ্রহণ করতে হয়।
টিকা
২০ ডিসেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টিকা Nuvaxovid কে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান Novavax and the Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) এ টিকা উৎপাদন করে। WHO নুমোদিত দশম টিকা Nuvaxoid এর আগে ১৭ ডিসেম্বর ২০২১ WHO ভারতে তৈরি করোনাভাইরাসের টিকা Covovax কে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের লাইসেন্সের অধীনে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এ টিকা উৎপাদন করে।
0 Comments